ক্ষতরোগ : |
এ রোগকে ইপিজুটিক আলসারেটিভ সিনড্রোম বলা হয়ে থাকে
আক্রান্ত মাছঃ শোল, গজার, টাকি, পুঁটি, বাইম, কৈ, মেনি, মৃগেল, কার্পিও এবং পুকুরের তলদেশে বসবাসকারী অন্যান্য প্রজাতির মাছ |
রোগের লক্ষণঃ |
- আক্রান্ত স্থানে তুলার মত সাদা পদার্থ জমা হয়
- লেজ ও পাখনায় সাদা দাগ সৃষ্টি হয়
- লেজ ও পাখনার পচন ধরে এবং ক্ষয় ধরে
- মাছ দেহের ভারসাম্য হারিয়ে ফেলে রোগ দেখা দেয়ার ২-৩ দিনের মধ্যে ব্যাপক হারে মাছ মারা যায়
|
চিকিৎসাঃ |
- আক্রান্ত মাছকে ধরে ০.৫%, ১.০% ও ২.০% লবণ মিশ্রিত পানিতে ২০-২৫ মিনিট অথবা যতক্ষণ সহ্য করতে পারে ততক্ষণ পর্যমত্ম গোসল করালে ভাল ফল পাওয়া যায়
- মাছের খাদ্যের সাথে প্রতি কেজি খাদ্যের জন্য ৫০-৭৫ মিলিগ্রাম অক্সিটেট্রাসাইক্লিন অথবা ১০০-১২৫ মিলিগ্রাম সালফার জাতীয় ঔষধ মিশিয়ে ৭ দিন যাবৎ মাছকে খাওয়ানো যেতে পারে
- আক্রান্ত ব্রুড মাছের ক্ষেত্রে প্রতি কেজি দেহের ওজনের জন্য ১০০ মিলিগ্রাম হারে অক্সিটেট্রাসাইক্লিন ইনজেকশন প্রদান করা যেতে পারে।
|
প্রতিরোধ |
- মাছ ছাড়ার পূর্বে পুকুরে ভালোভাবে শুকিয়ে নিতে হবে এবং পুকুরের তলার অতিরিক্ত কাদা তুলে ফেলতে হবে
- সঠিক ঘনত্বেব মাছ মজুদ করতে হবে
- পুকুরে পরিমিত মাত্রায় সার ও খাদ্য প্রদান করতে হবে
- সুস্থ সবল পোনা মজুদ করতে হবে
- মজুদের পূর্বে মাছের পোনাকে শতকরা ১ ভাগ লবণ মিশ্রিত পানিতে ২০-২৫ মিনিট গোসল করালে রোগ সংক্ষমণের সম্ভাবনা অনেকাংশে কমে যায়
|