মাছের দেহের স্বাভাবিক বিকশিত অবস্থার অস্বাভাবিক রূপ ও নিষ্কক্রিয়তার বহিঃপ্রকাশ ঘটলেই মাছের রোগ হয়েছে বলা যায়।
ক্ষতরোগ এর লক্ষণ, কারণ ও সম্ভাব্য প্রতিষেধন/প্রতিকারের পরামর্শপত্র |
রোগের নামঃ ক্ষতরোগ |
আক্রান্ত মাছের প্রজাতিঃ সিলভার কার্প |
রোগের লক্ষণ ও কারণঃ |
- উপকূলীয় অঞ্চলে মাছ চাষের পুকুর বন্যায় প্লাবিত হলে ক্লোরোইডের অস্বাভাবিক বৃদ্ধির (৩০ পিপিএম এর অধিক) ফলে কেবল মাত্র সিলভার কার্প মাছে দ্রুত ক্ষতরোগ দেখা দেয়
|
চিকিৎসা ও ঔষধ প্রয়োগঃ |
- আক্রান্ত পুকুরের তিন ভাগের দুই ভাগ পানি মিঠাপানির দ্বারা পরিবর্তন করা
- প্রতি শতাংশ জলাশয়ে ২টি হারে চালতা ছেঁচে সারা পুকুরে ছড়িয়ে দিতে হবে।
|
প্রতিষেধক/প্রতিকারঃ |
- বর্ণিত হারে চালতা প্রয়োগের ফলে ক্ষতরোগ আক্রান্ত সিলভার কার্প দ্রুত আরোগ্য লাভ করে
- পুকুরকে বন্যামুক্ত রাখুন।
|